বাসায় একটা টিভি আছে কিন্তু ডিশ নেই। অথবা ডিশ আছে কিন্তু পরিবারের অন্যদের কারণে নিজের পছন্দের টিভি শো কিংবা খেলাটা দেখা সম্ভব হচ্ছেনা। হয়তো বা বাসায় টিভিই নেই, কী করবেন তখন? হাতে একটা এন্ড্রয়েড মোবাইল বা স্মার্টফোন আছে নিশ্চই? এটাই এখন একমাত্র পুঁজি। মোবাইল দিয়ে সহজেই লাইভ টিভি দেখা সম্ভব, এবং সেই উপায় আপনাকে জানাবো। এটা একদমই ফ্রী এবং ডিশ ছাড়া মোবাইল দিয়ে লাইভ টিভি এবং খেলাসহ অনেকগুলো চ্যানেল আপনি দেখতে পারবেন এই পদ্ধতিতে। চলুন দেখে নেয়া যাক।
মোবাইল দিয়ে লাইভ টিভি দেখার সেরা কৌশল
Roarzone App হলো মোবাইল দিয়ে লাইভ টিভি দেখার সেরা উপায়। এটা একধরণের এফটিপি সার্ভার যা আপনাকে সরাসরি ব্রডকাস্ট হওয়া চ্যানেলগুলো দেখার সুবিধা দেয়। একদম বিনামুল্যে আপনি অ্যাপ টি ব্যবহার এবং উপভোগ করতে পারবেন। একশোরও বেশি দেশী বিদেশী চ্যানেল নিয়ে অ্যাপটি তৈরি করা হয়েছে যেখানে, আপনার পছন্দের টিভি চ্যানেলটি খুঁজে পাবেন খুব সহজে। বিশেষ করে যারা ক্রিকেট, ফুটবল খেলা দেখেন তাদের জন্য রয়েছে অনেকগুলো স্পোর্টস চ্যানেল যেমন T Sports, Star Sports, Gazi TV, Ten Sports সহ আরও অনেক অনেক জনপ্রিয় চ্যানেল। দেশের জাতীয় ও আন্তর্জাতিক খেলাগুলো আপনি অনায়াসে এর মাধ্যমে দেখা এবং উপভোগ করতে পারেন। এছাড়াও অনেকেই ভারতীয় সিরিয়াল যেমন Zee Bangla, Star Jalsha, Star Plus, Colors tv, Deepto tv সহ অনেক জনপ্রিয় সিরিয়ালের চ্যানেলগুলো খুব সহজে পেয়ে যাবেন এই অ্যাপ এ। অ্যাপ টি ব্যবহার করা খুবই সহজ। ইনস্টল করার পরপরই আপনি টিভি দেখা শুরু করতে পারবেন। অ্যাপটি খুঁজে পাওয়া ও ব্যবহার নিয়ে আরো বিস্তারিত জেনে নিন।
বেস্ট লাইভ টিভি মোবাইল অ্যাপ
বেস্ট লাইভ টিভি মোবাইল অ্যাপ হলো RoarZone, অ্যাপ টি পেতে roarzone.info ওয়েবসাইটে প্রবেশ করুন। সাইটে প্রবেশ করলে উপরে মেনুবার দেখতে পাবেন। মেনু তে ক্লিক করুন। ক্লিক করলে একটি তালিকা দেখতে পাবেন, সেখান থেকে Live TV সিলেক্ট করলে আরও একটি সাবলিস্ট দেখা যাবে। এখান থেকে RoarZone APK তে ক্লিক করুন। ক্লিক করলে অ্যাপটি ডাউনলোড হবে। ডাউনলোড হওয়া অ্যাপটি ইনস্টল করে নিন আপনার ফোনে। অ্যাপটি সফলভাবে ইনস্টল হওয়ার পর ওপেন করুন। ওপেন করলেই আপনার পছন্দের সব চ্যানেল খুব সহজেই পেয়ে যাবেন এবং লাইভ টিভি দেখা উপভোগ করতে পারবেন। অ্যাপটি ব্যবহার করতে আপনাকে মাসিক কোনো চার্জ দিতে হবেনা টাকাও খরচ করতে হবেনা। মাসে মাসে ডিশ বিলের ঝামেলা তো একদমই থাকবেনা। বরং হাতের কাছের মোবাইলটি দিয়ে যখন খুশি লাইভ টিভি দেখতে পারবেন সহজে এবং সেরা উপায়ে। এছাড়াও এই সাইটের Live TV অপশনে আরও কিছু লাইভ টিভি দেখার উপায় রয়েছে তবে সেসব আপনি ফ্রিতে অর্থাৎ পাবলিক সার্ভারে দেখতে পারবেন না। সেসব সার্ভারে টিভি দেখতে হলে আপনাকে তাদের এফটিপি সার্ভারের পেইড ইউজার হতে হবে। শুধুমাত্র উক্ত সার্ভার ব্যবহারকারীরাই এখানে টিভি দেখতে পারবে। কিন্তু RoarZone Apk দিয়ে আপনি পেইড ইউজার না হয়েও অ্যাপটি ব্যবহার করতে পারবেন।
আইপিটিভি দিয়ে লাইভ টিভি দেখার উপায়
আইপিটিভি হলো ইন্টারনেট প্রটোকল টেলিভিশন যা একপ্রকার উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট টেলিভিশন সার্ভিস, যা আপনি শুধুমাত্র অনলাইনে দেখতে পারবেন। এটি মিডিয়া স্ট্রিমিং এর অন্যতম একটি উৎস। এটি ফ্রি এবং পেইড উভয় গেটওয়েতে উপলব্ধ। অনেকসময় সাবস্ক্রিপশন বেসড আইপিটিভি দেখতে পাওয়া যায়, এর মধ্যে নেটফ্লিক্স, এমাজন প্রাইম ইত্যাদি উল্লেখযোগ্য। দেশী বিদেশী টিভি চ্যানেলগুলো আইপিটিভির মাধ্যমে দেখা সম্ভব। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পড়ুন, আইপি টিভি দিয়ে লাইভ টিভি দেখার উপায়।
মোবাইলে সরাসরি টিভি দেখার বিধিমালা ও দাবিত্যাগ
মোবাইলে সরাসরি টিভি দেখার উপায় নিয়ে এই আর্টিকেলে উল্লিখিত পদ্ধতিগুলো সময়ের সাথে পরিবর্তিত ও পরিবর্ধিত হতে পারে। এছাড়া এই সার্ভিসগুলো আমাদের নিজস্ব হস্তক্ষেপে পরিচালিত হয়না, আমরা শুধুমাত্র উপায়টি অবগত করতে চেয়েছি। অনেকসময় সার্ভার ইরর দেখাতে পারে কারণ এটা এফটিপি সার্ভারের উপর ভিত্তি করে নির্মিত একটি সার্ভিস যা আপনাকে সরাসরি টিভি দেখার সুযোগ দিচ্ছে। কোনোপ্রকার সমস্যা সৃষ্টি হলে অ্যাপ ডেভেলপার তা ঠিক করবেন এবং কোনোপ্রকার ক্রুটির সম্মুখীন হলে এই আর্টিকেল লেখক ও প্রকাশক কোনোভাবে দায়ী নয়। এই অ্যাপ ব্যবহারের জন্য আপনার ডিভাইসে অবশ্যই ডাটা/ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তবে পরবর্তীতে নতুন কোনো আপডেট/আপগ্রেড অথবা আরও ভালো কোনো পদ্ধতি পাওয়া গেলে অবশ্যই আপনাকে জানিয়ে দেয়া হবে এখানে। এখন পর্যন্ত এটাই বেস্ট লাইভ টিভি দেখার উপায় হিসেবে পরিগনিত। তথাপি আপনি যদি আরও ভালো কোনো উপায় সম্পর্কে জেনে থাকেন, সেটা আমাদের জানাতে ভুলবেন না। উপর্যুপরি এই কৌশলটি আপনার কাজে আসবে এবং উপভোগ করতে পারবেন বলে মনেকরি।