সার্চজিপিটি: ওপেন এআইয়ের নতুন সার্চ ইঞ্জিন

0
13

 

সার্চজিপিটি: ওপেন এআইয়ের নতুন সার্চ ইঞ্জিন

সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে এক নতুন নাম উন্মোচিত হয়েছে, সার্চজিপিটি। গত ২৫ জুলাই এক ব্লগপোস্টে নতুন এই সার্চ ইঞ্জিনের ব্যাপারে জানায় চ্যাটজিপিটর নির্মাতা ওপেন এআই। প্রচলিত সার্চ ইঞ্জিনের চেয়ে অনেক বেশি উন্নত এবং কার্যকরী হবে এটি, দাবি করছেন প্রযুক্তিবিদরা। তারা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ব্যবহারকারীর প্রশ্নের নির্ভুল ও বিশ্লেষণমূলক উত্তর প্রদান করতে পারবে এই সার্চ ইঞ্জিন। প্রচলিত সার্চ ইঞ্জিনের মতো লিংকের তালিকা দেখানোর পরিবর্তে এটি প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করে বিস্তারিত ও বিশ্লেষণধর্মী উত্তর দিবে। 

প্রচলিত সার্চ ইঞ্জিনের সঙ্গে পার্থক্য

গুগল, বিং, ইয়াহু, ডাক ডাক গো’র মত প্রচলিত সার্চ ইঞ্জিনে যখন আমরা কোনো প্রশ্ন করি, তখন একটি তালিকা প্রদর্শিত হয়, যেখানে বিভিন্ন ওয়েবসাইটের লিংক থাকে। এই ওয়েবসাইটগুলো থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে নিতে হয়। কিন্তু সার্চজিপিটি সেই তথ্য নিজেই বিশ্লেষণ করে এবং সরাসরি ব্যবহারকারীর সামনে উপস্থাপন করে। উদাহরণস্বরূপ, আপনি যদি জানতে চান ‘বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা’, সার্চজিপিটি শুধু লিংক নয়, বরং বিস্তারিত তথ্য এবং বিশ্লেষণমূলক উত্তর প্রদান করবে।

সার্চজিপিটির সুবিধা

সার্চজিপিটি দ্রুত নির্ভুল উত্তর প্রদান করে, যা শিক্ষাক্ষেত্রে হতে পারে সহায়ক টুল। কেউ যদি জানতে চায় ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস’, ইন্টারনেটের বিশাল তথ্যভান্ডার ঘেটে সার্চজিপিটি সেই প্রশ্নের বিস্তারিত এবং তথ্যবহুল উত্তর প্রদান করতে সক্ষম। গবেষক এবং বিশ্লেষকদের জন্যও সার্চজিপিটি হতে পারে একটি কার্যকরী টুল। বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে এবং সেই তথ্য বিশ্লেষণ করে একটি সুনির্দিষ্ট উত্তর প্রদান করতে পারে এটি। ব্যবসায় ক্ষেত্রে ব্যবসায়িক তথ্য, বাজার বিশ্লেষণ এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করতে পারে সার্চজিপিটি। যদি কোনো ব্যবসায়ী যদি জানতে চান ‘বর্তমান বাজারে কোন পণ্যের চাহিদা বেশি?’, তাবে সার্চজিপিটি সেই প্রশ্নের বিশ্লেষণমূলক বিস্তারিত উত্তর প্রদান করবে।

সার্চজিপিটির সম্ভাবনা ও চ্যালেঞ্জ

প্রযুক্তিপ্রেমীদের দৈনন্দিন জীবনে সার্চজিপিটি হয়ে উঠতে পারে একটি অপরিহার্য টুল। শিক্ষা, গবেষণা, ব্যবসা এবং অন্যান্য ক্ষেত্রেও এটি সহায়ক হবে। সার্চজিপিটির প্রধান সুবিধা হলো দ্রুত ও একক সময়ে বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে বিশ্লেষণমূলক উত্তর প্রদান করা। তবে উন্নয়নশীল পর্যায়ে থাকার ফলে কিছু ক্ষেত্রে এর উত্তর সঠিক নাও হতে পারে। এছাড়া এর ব্যবহার নিয়ে রয়েছে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার মত নৈতিক প্রশ্ন। তথাপি সার্চ ইঞ্জিনের জগতে কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন মাত্রা যোগ করবে তা নিঃসন্দেহে বলা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here